প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2025 ইং
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু
দিনাজপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর রোববার থেকে ফের শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।
হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির কারণে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ ছিল। তবে, রোববার থেকে পুনরায় এই কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চলতা ফিরে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ